Shadow Of Change গনিত অলিম্পিয়াড ২০২৫ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী পালংখালী উচ্চ বিদ্যালয়ের সেমিনার হলে এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
উক্ত অলিম্পিয়াড আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।
তিনি বলেন, “ উখিয়া উপজেলায় প্রথমবারের মতো এধরণের গণিত অলিম্পিয়াড হতে দেখেছি। আমরা উপজেলা প্রশাসন চাই এমন প্রোগ্রাম উপজেলা পর্যায়েও আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হোক। এমন উদ্যোগ আরো বেশি নিতে পারলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশে ভূমিকা রাখতে পারবে।”
পালংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম মাহমুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ জামাল, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) সুখলাল দাস।
হল পরিদর্শক হিসেবে ছিলেন পালংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোহাম্মদ ইসহাক,পালংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার ইবনে কামাল এবং পরিক্ষা নিয়ন্ত্রক ছিলেন ফাইজাবুল আফ্রিদি ফাহিম।
উক্ত অলিম্পিয়াডে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আওতাধীন তিন শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে পালংখালী উচ্চ বিদ্যালয়, থাইংখালী উচ্চ বিদ্যালয় ও বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৫জন করে মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৩০ মিনিটের পরিক্ষা শেষে সেখান থেকে ৪জনকে বিভিন্ন ধাপে বিজয়ী ঘোষণা করা হয়। সন্ধ্যা ৭টায় বিজয়ীদের ফলাফল shadow Of Change এর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে গণিত অলিম্পিয়াডের উদ্যোগ ইউনিয়ন পর্যায়ে শুরু করা হয়। এই উদ্যোগ ধাপে ধাপে উপজেলা থেকে জেলা ব্যাপী করা হবে বলে জানান উক্ত সংগঠনটির কোওর্ডিনেটর কামরান আলী চৌধুরী সোহান।