কক্সবাজারের সুনামধন্য মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান দ্য টেরিটোরিয়্যাল নিউজে (টিটিএন) বুধবার (৪ জুন) রাত সোয়া ১০টার দিকে “ইয়াবার নতুন রুট উখিয়ার ‘ধামনখালী’- কারবারিদের দাপটে এলাকায় চাঞ্চল্য” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
একটি কুচক্রী মহল আমার সঙ্গে শত্রুতামি করতে জাতির বিবেক সাংবাদিক ও রাষ্ট্রের আয়না গণমাধ্যমকে অপব্যবহার করে এবং ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছে আমাকে ঘায়েল করার জন্য।
ওই প্রতিবেদনের একাংশে আমাকে জড়িয়ে বর্ণিত ভিত্তিহীন তথ্যের প্রেক্ষিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদনে উত্থাপিত সমস্ত তথ্য ভুল ও বিভ্রান্তিকর যা আমার মানহানি করার উদ্দেশ্যে প্রতিবেদককে ভুল বুঝিয়ে লেখানো হয়েছে। বস্তুত আমি মাদক কারবারে জড়িত নই।
আমি আব্দুল আজিজ, আমি ছোটবেলা থেকে ধামনখালী এলাকায় বসবাস করি। দীর্ঘদিন ধরে আমি নিজে শিক্ষিত ছেলে হিসেবে ইয়াবা কারবারি তথা মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে আসছি।
আমি ছোট্ট একটা চাকরি করি যা দিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করি। আমি কোনদিন অবৈধ কাজের সাথে সম্পৃক্ত ছিলাম কি না তা সরজমিনে এসে তদন্ত করার জন্য প্রশাসন ও সাংবাদিকদের প্রতি অনুরোধ করছি।
আমি আশাবাদী , আইন ও গণমাধ্যম সংশ্লিষ্টদের চেষ্টায় প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং প্রতীয়মান হবে কারা প্রকৃতপক্ষে মাদকের সঙ্গে জড়িত।
নিবেদক
– আব্দুল আজিজ
পিতা : মকবুল আহামদ
২ নং ওয়ার্ড, পালংখালী।