ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা’কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) সন্ধ্যায়, বাহারছড়ার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদ হোসেন প্রকাশ বল্টু ফরিদ (৬০) কে গ্রেফতার করা হয় বলে জানান বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন কুমার সাহা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের পাশাপাশি মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।