চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া লক্ষ্যারচর সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ শাহাজান (৪০)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার ২২ মে সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্যাচর ইউনিয়নের চকরিয়া সরকারী কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী প্রাইম কেয়ার ভেটেরিনারি কোম্পানির সেলসম্যান হিসাবে চকরিয়া এরিয়ায় কর্মরত ছিলেন।
তিনি কুমিল্লা দাউদকান্দি এলাকার শামশুজ্জামান ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়-মোটরসাইকেল আরোহী যুবক মহাসড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশের
সার্ভিস সেন্টারে পারাপারের সময় কক্সবাজার মুখি দ্রুত গতির কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেয়া হয়েছে।গাড়ি চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।