রামু উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার এক সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার গর্জনিয়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ:
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেনানিবাসের সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে গর্জনিয়া এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আরসা সদস্য ইমাম হোসেনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় যৌথবাহিনী।
উদ্ধারকৃত সরঞ্জাম:
আটককৃত ব্যক্তির কাছ থেকে
০৪ রাউন্ড তাজা এ্যামোনিশন,
১ টি সচল ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি পদক্ষেপ:
আটককৃত ইমাম হোসেন এবং উদ্ধারকৃত গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানার অন্তর্গত গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















