রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মৌলা চৌধুরী (৫৪) মারা গেছেন ।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টা ১০ মিনিটে ঢাকার শেরেবাংলায় জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মৃত্যুর বিষয়টি মুঠোফোনে টিটিএনকে নিশ্চিত করেছেন গোলাম মৌলা চৌধুরীর ছোট ভাই আজিজ মৌলা চৌধুরী। তিনি বলেন- ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে গোলাম মৌলা চৌধুরীর মরদেহ গর্জনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে।
রোববার (১ ফেব্রুআরি) দুপুর ২টায় গর্জনিয়ার বড়বিল গ্রামে গোলাম মৌলা চৌধুরীর জানাজা হবে বলে জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল্লাহ।
মরহুম গোলাম মৌলা চৌধুরী কক্সবাজার শহরের হোটেল ওভালের মালিক। বৃহত্তর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান রশিদ মিয়ার সন্তান। ২০০১ সালে গৌলাম মৌলা চৌধুরী গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দীর্ঘ সাড় ৮ বছর দায়িত্ব পালন করেন।
হাফিজুল ইসলাম চৌধুরী 


















