জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা শাখার তত্ত্বাবধানে উখিয়া উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটি আগামী এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আকতার হোসাইন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ইয়াসিন আরাফাত, যুগ্ম সদস্য সচিব হিসেবে পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুরুল জাবেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে আরফাত হোসেন ইশতিয়াক , দপ্তর বিষয়ক সম্পাদক হিসেবে আফজাল হোসেন রনি, প্রচার সম্পাদক হিসেবে রফিক উদ্দীন, কোষাধ্যক্ষ হিসেবে ওসমান সরওয়ার সিফাত সহ মোট ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে উখিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনসিপির রাজনৈতিক কর্মসূচি মাঠপর্যায়ে শক্তিশালী ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কক্সবাজার জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে নবগঠিত উখিয়া উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তি 

















