বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান কক্সবাজার সফর করবেন আগামী ২ ফেব্রুয়ারী। তার সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।
২ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এর আগে মহেশখালীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমান।এতে উপস্থিত থাকবেন জেলার ৪টি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীরা। সমাবেশে জেলার ৯ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেবে।
শুক্রবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারী মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, সারাদেশের মতো জেলার ৪টি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেটিকে নস্যাৎ করতে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। নানা অপপ্রচার চলছে।
এমন প্রেক্ষাপটে জামায়াতের আমীরের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং জেলার ৪টি আসনেই জামায়াত বিজয় লাভ করবে বলে মন্তব্য করেন জেলা জামায়াতের সেক্রেটারী।
সংবাদ সম্মেলনে জামায়াত আমীরের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক: 





















