ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুসল্লিরা পড়ছিলেন জুমার নামাজ : চোরেরা নিয়ে গেলো টমটম উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনের ২০০ কেজি বর্জ্য অপসারণ বিডি ক্লিনের ‎ সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি- বিশ্বাস পাড়ায় সালাহউদ্দিন ২ ফেব্রুয়ারি কক্সবাজার আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান টেকনাফে কোটি টাকার ইয়াবাসহ আটক ১০ পাচারকারী জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিভিন্ন জায়গায় মাথা গরম দেখতে পাচ্ছি, মাথা ঠান্ডা রাখেন: জামায়াত আমির যে সরকারই আসুক, চীন-বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান উপদেষ্টার বিএনপিকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ মহেশখালী উপজেলা শ্রমিকদল আপন মামার হাতে খুন শহরের শীর্ষ সন্ত্রাসী মুন্না ঈদগাহ প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে-খুনিয়া পালংয়ে লুৎফুর রহমান কাজল যারা জনগনের ভোটে নির্বাচিত হতে পারবেনা,তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে-হামিদুর রহমান আযাদ “একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়”—সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে সেনাপ্রধান:নাগরিক বান্ধব আচরণের মাধ্যেমে দায়িত্ব পালনের নির্দেশ

সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি- বিশ্বাস পাড়ায় সালাহউদ্দিন

দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীদের যেসব ন্যায্য দাবি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। কোনো সম্প্রদায় যেন বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। জাতীয়তাবাদী শক্তির কাছে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্ব দেয়। “সংসদের ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি বিএনপি সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক নারীকে মনোনয়ন দিয়ে থাকে।

তিনি অভিযোগ করেন, ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে আন্তরিক নয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ধর্মীয় উৎসব পালনে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমাজসেবক তিলক বিশ্বাস, পেকুয়া সদর পশ্চিমজোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, সদস্য সচিব আবদুল মোনাফ এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মুসল্লিরা পড়ছিলেন জুমার নামাজ : চোরেরা নিয়ে গেলো টমটম

This will close in 6 seconds

সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি- বিশ্বাস পাড়ায় সালাহউদ্দিন

আপডেট সময় : ০২:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীদের যেসব ন্যায্য দাবি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এ দেশের নাগরিক। কোনো সম্প্রদায় যেন বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। জাতীয়তাবাদী শক্তির কাছে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্ব দেয়। “সংসদের ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি বিএনপি সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক নারীকে মনোনয়ন দিয়ে থাকে।

তিনি অভিযোগ করেন, ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে আন্তরিক নয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ধর্মীয় উৎসব পালনে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমাজসেবক তিলক বিশ্বাস, পেকুয়া সদর পশ্চিমজোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, সদস্য সচিব আবদুল মোনাফ এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।