কক্সবাজার শহরের ঘোনার পাড়া অগ্নিকাণ্ডের ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টা দিকে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
তেলের প্রজ্বলিত প্রদীপ কিংবা বৈদ্যুতিক সর্ট সার্কিট এ আগুনের সুত্রপাত হয় বলে ধারণা করছেন বাড়ির মালিক প্রকাশ পালের পরিবারের সদস্যরা। তার মেয়ে জানান,আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়, এবং পাশাপাশি দুটি ভাড়াটিয়ার ঘরও পুড়ে ছাই হয়।
ভাড়াটিয়া জনি দাশ বলেন, ‘আমি বাইরে ছিলাম, স্ত্রীর খবরে বাড়িতে এসে দেখি, টাকা-আসবাবপত্র সবকিছু পুড়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ নিয়ে মাত্রই নতুন দোকান দাড় করেছিলাম।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেজি দাশ জানায়, হাঠাৎ টিনের ছালে ধোঁয়া দেখে দুই সন্তান নিয়ে এক কাপড়ে বের হয়ে যান, জমি কেনার জন্য ব্যাংকে রাখার জন্য মজুদ করা নগদ ১০ লক্ষ টাকা পুড়ে গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, ক্ষয়ক্ষতি ও আগুনের সুত্রপাত এখানো জানা যায়নি। স্থানীয় এবং ফায়ারসার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
নোমান অরুপ 





















