রামুর কাউয়ার খোপে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় এক ডাকাত কে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে জনতা।
কাউখার খোপ ইউনিয়নের জাদি পাহাড় এলাকার গাছুয়া পাড়ায় এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে শুক্রবার রাত ১১ টার পর গাছুয়া পাড়ার এক বাড়ীতে দা কিরিচসহ একদল ডাকাত হানা দেয়। এসময় সে বাড়ীর নারী শিশুসহ সকলেকে বেঁধে একটি রুমে আবদ্ধ করে রাখে। তারপর বাসার আলমিরা ভেঙ্গে প্রায় ১২ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা লুট করে। এসময় ডাকাতদলের দায়ের কুপে এক নারী কে রক্তাক্ত করা হয় বলে জানান স্থানীয়রা।
এদিকে ডাকাতি চলাকালে বাড়ীর লোকজনের শোর চিৎকারে এলাকার মানুষ বাড়ীটি ঘিরে ফেলে।মানুষের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল সটকে পড়ে। তাদের একজন বাড়ীর ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধরে ফেলে।
তার নাম শাকিল আহমেদ বলে জানা গেছে, সে একই এলাকার ফোরকান আহমদের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক শাকিল আহমেদ কে পুলিশ হেফাজতে নেয় বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 























