পেকুয়ায় পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আমজাদ হোসেন উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে এবং রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
নিহতের ভাই আজাদ জানান, আমজাদ প্রতিদিনের মতো রোববার সকালেও শ্রমিকের কাজ করতে বের হন। তিনি দশের ঘোনা এলাকার কালা মুন্সির পুরাতন বাড়ি ভাঙার কাজে অংশ নেন। ভাঙার কাজ চলাকালে দুপুরের দিকে ভবনের একটি দুর্বল দেয়াল হঠাৎ ভেঙে তার উপর পড়ে। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন আরিয়ান বলেন, “আমজাদ হোসেন অত্যন্ত সৎ এবং সাহসী একজন কর্মী ছিলেন। দলের প্রতি তার একনিষ্ঠতা অতুলনীয়। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।
উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন গভীর শোক প্রকাশ করে বলেন, “আমজাদের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো সংগঠনের জন্যই দুঃখজনক। তার দুই সন্তানের মাথার উপর থেকে ভরসার ছায়া সরে গেল।তার আত্মার মাগফেরাত কামনা করছি”।
রেজাউল করিম। 

























