বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘উখিয়া–টেকনাফ সহ সারাদেশে তরুণদের জাগরণে বদলের স্রোত তৈরি হয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তরুণরাই দাঁড়িপাল্লা মার্কায় বিজয় এনে দেবে।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে
জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ছাত্র–তরুণ সমাবেশে তিনি বলেন, ‘ মাঠে জামায়াতে ইসলামীর গণজোয়ার বিরোধীপক্ষকে আতঙ্কিত করেছে বলেই‘ পেশিশক্তির হুমকি–ধমকির অভিযোগ উঠছে।’
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আরো বলেন,
‘উখিয়া–টেকনাফে সন্ত্রাস–চাঁদাবাজিমুক্ত পরিবেশ গড়তে মাওলানা নূর আহমদ আনোয়ারীর বিকল্প নেই। টেকনাফের সীমান্ত বাণিজ্য সঠিকভাবে ব্যবস্থাপনা হলে কর্মসংস্থান, সামাজিক স্থিতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে।’
কক্সবাজারের উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার ছাত্র–তরুণ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে তরুণরাই হবে পরিবর্তনের শক্তি।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ‘উখিয়া–টেকনাফে তরুণদের জাগরণে দিন বদলের স্রোত তৈরি হয়েছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তরুণরাই দাঁড়িপাল্লা মার্কায় বিজয় এনে দেবে।’
তিনি আরো বলেন, ‘ মাঠে জামায়াতে ইসলামীর গণজোয়ার বিরোধীপক্ষকে আতঙ্কিত করেছে বলেই‘ পেশিশক্তির হুমকি–ধমকির অভিযোগ উঠছে।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার–৪ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। জনগণের সেবক হিসেবেই কাজ করেছি, ভবিষ্যতেও তাই করব। উখিয়া–টেকনাফের শান্তি, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নের জন্য সকল শ্রেণি–পেশার মানুষের অধিকার রক্ষা করাই আমার মূল লক্ষ্য।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী ঘোষণা দেন, ‘আগামী নির্বাচনে উখিয়া–টেকনাফের সংসদ সদস্য হবেন মাওলানা নূর আহমদ আনোয়ারী।’
এ সময় জেলা জামায়াতের সাবেক এই আমির আনোয়ারীর হাত তুলে সমাবেশস্থলে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন।
ছাত্র–যুব সমাবেশে আরও বক্তব্য দেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুর রহিম নূরী, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা নাইবে আমীর মাওলানা নুরুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, সাবেক জেলা শিবির সভাপতি অধ্যাপক শফিউল আলম খোন্দকার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক নেতা রিদুয়ানুল হক জিসান, উপজেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দী সহ আরো অনেকে।
নিজস্ব প্রতিবেদক 









