কক্সবাজারের কুতুবদিয়ায় অগ্নিদগ্ধ নারী রুমি আক্তার মারা গেছেম।
সোমবার বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়।
২৬ নভেম্বর সকালে আলী আকবর ডেইল সিকদার পাড়ার গ্রাম পুলিশ মো. শাহজাহানের স্ত্রী রুমি আক্তার (২৮) চুলায় পাত্রে ফিটকিরি জাতীয় ঔষধ গরম করতে গেলে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এসময় পাত্র নামাতে গিয়ে পাশে থাকা ছেলে জিহাদ(৩) এর শরীরে আগুন ধরে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে রুমির শরীর ৬০ ভাগ ঝলসে যায়।
উভয়কে চট্টগ্রাম মেডিকেলে বার্ণ ইউনিটে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে রুমির নিকটাত্মীয় জসীম উদ্দিন জানান।রুমির ছেলে জিহাদ এখনো চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
নিহত রুমির চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমি আকতার মৃত্যু বরণ করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে রাত ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে কুতুবদিয়া উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। রাতে ফতেয়ালী শিকদার পাড়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 
















