কক্সবাজার-১ আসনে প্রার্থী হচ্ছেন ঢাবির আইন বিভাগের ছাত্র-শিক্ষক!
টিটিএন ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আসনে (কক্সবাজার-১) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়ন চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মইনুল আহসান খান।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন। অধ্যাপক মইনুল আহসান হাসান একই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়নপত্রে আবেদনে অধ্যাপক মইনুল জানিয়েছেন, তিনি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার কোনো পদ-পদবি ছিল না।
বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগংয়ের আইন অনুষদের ডিন হিসেবে কর্মরত রয়েছেন।
এরআগে, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এরমধ্যে কক্সবাজার-১ আসন থেকে প্রার্থী করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে।
ভোটের মাঠে সালাউদ্দিন আহমদের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তার বিপরীতে এনসিপির মতো নতুন দলের প্রার্থী ড.মঈনুল আহসান খান ভোটের মাঠে কতটুকু ঠাঁই করে নিবেন তা এখন দেখার বিষয়।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
টিটিএন ডেস্ক : 


















