চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাদশারটেক এলাকায় বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) দুপুরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে । এসময় -আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচজন সদস্য আহতের খবর পাওয়া গেছে।
জানা গেছে, ইটভাটা উচ্ছেদের জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা লামার ফাইতং ইউনিয়নের দিকে যাওয়ার পথে খবর পেয়ে একদল লোক কাকারা ইউনিয়নের বাদশার টেক এলাকায় অবস্থান নেয় এবং পথরোধ করে। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হলে ৫ পুলিশ আহত হয়।
পরে বাঁধা মুখে অভিযানিক দল ফিরে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন-এ ঘটনায় পাঁজনকে আটক করা হয়েছে। পাঁচজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় জড়িত বাকিদের আইনের আওতায় আনা হবে।
সাইফুল ইসলাম সাইফ,চকরিয়া। 
























