চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্য কে গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২টি মাইক্রোবাস উদ্ধারের দাবী করেছে।
জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় থানা পুলিশের একটি দল চকরিয়া সাব-রেজিস্টার অফিসের পেছনের এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয় এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২ মাইক্রোবাস উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,সাহারবিলের চৌয়ারফাড়ির মৃত কালু মিয়ার পুত্র সেলিম(৩৫), পশ্চিম বড় ভেওলার ইলিশিয়ার মৃত আলী আহম্মদের পুত্র নাছির উদ্দিন(৪৫), পূর্ব বড় ভেওলার ঈদমনি এলাকার আকতার আহম্মদের পুত্র তৌহিদুল ইসলাম(২৪) ও সাহারবিলের কোরালখালীর নুরল আমিন প্রকাশ নুরুর পুত্র আব্দুল্লাহ আল নোমান প্রকাশ শাহীন সাজ্জাদ(২১)।
আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক : 

























