পেকুয়ার বারবাকিয়ায় পুকুরে ডুবে মোঃ রায়ান (৬) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ) সকাল ১১ টার দিকে বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী পূর্ব সবজিবন পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রায়ান উপজেলার শিলখালী ইউপির জারিলবনিয়া দক্ষিণ জুম পাড়া এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ কাইছারের ছেলে এবং জারুলবনিয়া রহমানিয়া মাদ্রাসার ছাত্র।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রায়ান কয়েকদিন আগে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে রায়ান খেলার চলে নানার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তপুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া গেলে দ্রুত উদ্ধার করে পেকুয়া নূর হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন ।
এদিকে আসরের নামাজের পর দক্ষিণ জুম কবরস্থান সংলগ্ন মাঠে শিশু রায়ানের জানাজা অনুষ্ঠিত হয়। মাদ্রাসায় পড়ুয়া ছাত্রের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। এ নিয়ে গেলো ৪ দিনে পেকুয়ার পৃথক এলাকায় ৫ শিশুর মৃত্য হলো।
নিজস্ব প্রতিবেদক 















