উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (৩ নভেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে তফসিল মোতাবেক মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
১৩ পদের জন্য ১৭ টি মনোনয়নপত্র সংগ্রহ করে প্রার্থীরা।
ঘোষিত তফসিল মোতাবেক আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
নির্বাচন কমিশনার আনছার হোসেনের সাক্ষরিত তফসিলে জানানো হয়— ৪ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিল ও সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ; ৫ নভেম্বর বেলা ৩টায় মনোনয়নপত্রের বিষয়ে আপত্তি বা বাতিলকৃত মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল আবেদন, বিকেল ৪টায় আপিল শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ ও সন্ধ্যা ৭টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ; ৬ নভেম্বর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও সন্ধ্যা ৬টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ; ৮ নভেম্বর বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ এবং যথাসময়ে ফলাফল ঘোষণা করা হবে।
																			
										
																প্রেস বিজ্ঞপ্তি								 




















