পেকুয়া উপজেলার উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী (৫২)কে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। এছাড়াও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এয়ার মুহাম্মদ (৫৭) এবং উপজেলা কৃষকলীগ নেতা নাছির উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পেকুয়া থানার পুলিশের একটি দল মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এয়ার মুহাম্মদকে গ্রেপ্তার করে। একইদিন দুপুর আড়াইটার দিকে উজানটিয়া ইউনিয়নের গুদারপাড় স্টেশন এলাকা থেকে শহিদুল ইসলাম চৌধুরী এবং পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকা থেকে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তিনজনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক : 























