চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল।এতে সাব্বির হোসেন সাগর (২০)সহ তার সাথে থাকা আরেক মোটরসাইকেল আরোহী নামে এক আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাগর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছাড়া ইউনিয়নের জোবাইদুর রহমানের ছেলে বলে জানা গেলেও এ ঘটনায় নিহত অপর জনের পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় সুত্রে জানাগেছে-চট্টগ্রামগামী দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী ইগলু আইসক্রিমের একটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলো।পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানে সাব্বির হোসেন সাগরের মৃত্যু হয় পরে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলে থাকা অপর আরোহীর মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান সুমন বলেন-কবলিত এলাকা থেকে কাভার্ডভ্যান এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া 






















