বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৩৬, ৩৭ ও ৫৬ সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে, যা বাংলাদেশ সীমান্তে আতঙ্ক সৃষ্টি করেছে।
সোমবার রাত থেকে এই গোলাগুলি শুরু হয় এবং স্থানীয় বাসিন্দারা থেমে থেমে গুলির শব্দ শুনতে পান। আরকান আর্মি, আরসা ও আরএসও’র মধ্যে ত্রিমুখী লড়াইয়ের কারণে এই গুলাগুলি হচ্ছে। এ ঘটনায় অনেক হতাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা সংবাদকর্মী আজিজুল হক রানা বলেন- সীমান্তের ওপারে রাতভর প্রচণ্ড গুলাগুলি হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরের এ ঘটনায় অন্তত ২০জন প্রাণ হারিয়েছে বলে শুনা যাচ্ছে।
এ প্রসঙ্গে বিজিবির কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে তাঁরা।
হাফিজুল ইসলাম চৌধুরী 



















