বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয়েছে ৩ দিনের বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন। কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় ও কমান্ডার সাবমেরিনের তত্ত্বাবধানে পেকুয়ার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার থেকে শুরু হওয়া ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন চলবে বুধবার পর্যন্ত।
ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনেরা স্থানীয়দের বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করছে । ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা মানুষজনের দাঁতের বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা এবং মুখ ও দাঁতের সঠিক যত্ন সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্যও নৌবাহিনীর অন্য একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। চিকিৎসা সেবা গ্রহণকারীদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এ ক্যাম্পেইনের মাধ্যমে কয়েক হাজার মানুষকে চিকিৎসা প্রদান করা হবে।