চকরিয়া খুটাখালীর গিয়াস উদ্দিন (৫০) নামের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১০ অক্টোবর)সন্ধ্যায় চকরিয়া থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম রাজার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরশহরের থানা রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গিয়াস উদ্দিন খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত ছাবের আহমেদের ছেলে।
পুলিশ জানায়-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে। তিনি চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গিয়াসকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
চকরিয়া প্রতিনিধি 
























