Friday, April 26, 2024

মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

টিটিএন ডেস্ক :

মিয়ানমারে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটিতে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের কাচিন রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির মাইতকিনা শহর থেকে ১২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

কাচিনের ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকাও কেঁপে উঠেছে। ক্রাইসিস২৪ বলছে, মিয়ানমারের আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ও চীনের দক্ষিণ-পশ্চিমের কিছু এলাকা। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কিছু বাড়িঘর হালকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী কয়েক দিন দেশটিতে হালকা থেকে মাঝারি মাত্রার আফটার শক অনুভূত হতে পারে বলে জানিয়েছে ক্রাইসিস২৪।

সূত্র : ঢাকা পোস্ট

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page