কক্সবাজারের টেকনাফ উপজেলার মোচনী পাড়ার ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন মোচনী ক্রীড়া পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাদাত আলী শান্ত, সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইরফান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ সামি।
এছাড়া,সিনিয়র সহ-সভাপতি: ওসমান গনি, সহ-সভাপতি: রিয়াজ উদ্দিন বেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আবুল ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক: জালাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক: নুরুল আবছার নাহিদ, অর্থ সম্পাদক: ওসমান গনি নির্বাহী সদস্য: জাফর আলম ও মীর কাশেম।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী চেয়ারম্যান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পরিষদের বরাবর জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বদিউর রহমান, লোকমান হাকিম, গিয়াস উদ্দিন এবং শওকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, মোচনী পাড়ার তরুণ সমাজের খেলাধুলা, সামাজিক উন্নয়ন ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখতে তারা একযোগে কাজ করবেন।
নিজস্ব প্রতিবেদক 











