রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক আর নেই।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন ।
ওবাইদুল হক রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া পাড়া গ্রামের সফুরত আলম মুন্সীর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে-স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
বৃহষ্পতিবার, ২ অক্টোবর বেলা আড়াইটায় রামুর পশ্চিম মেরংলায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ওবাইদুল হক রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং ১৯৮৪ সালে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও ১৯৬৮ সালে রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ১৯৭২ সালে জাসদ এর সভাপতি, রামু উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রামু উপজেলা সভাপতি, রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, পশ্চিম মেরংলোয়া মুন্সীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।