কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ,র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করতে হবে।এ ছাড়া স্থানীয়সহ পর্যটকদের হয়রানি এবং অনিরাপদ খাদ্য তৈরী,সরবরাহ ও পরিবেশনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানান তিনি।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, যুব উন্নয়ন আধিদপ্তরের উ পরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীঢ়া কর্মকর্তা মো আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন এবং বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদারকরণসহ
লবণ শিল্প ও চাষের উন্নয়ন,শিক্ষা, স্বাস্থ্যসেবা,পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।