Tuesday, April 23, 2024

মুক্তির লার্নিং সেন্টার ঘুরে দেখেছেন ওআইসির মহাসচিব

প্রেস বিজ্ঞপ্তি:

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন -ওআইসির মহাসচিব হিজ সেন ব্রাহিম ত্বহা সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি চিলড্রেন অন দ্য এজ (Children on the Edge,UK) এর অর্থায়নে এবং মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত শিক্ষা প্রকল্পের (Eduction project for the FDMN & Host Community, Cox’s Bazr) ক্যাম্প ৫, ব্লক ই এর ৩৪ নং লার্নিং সেন্টারও পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালীন শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ওআইসির মহাসচিব শিক্ষার্থীদের কাছ থেকে তাদের লেখাপড়া ও শিক্ষাকার্যক্রমের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং মুক্তি কক্সবাজার এর এই শিক্ষা প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে জ্ঞাত হন।

প্রকল্প পরিদর্শনকালীন সময় মুক্তি কক্সবাজার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন শাহীন, প্রকৌশলী জুয়েল কুমার ধর অর্জন,প্রকল্প কর্মকর্তা তনুশ্রী দাশ, পনেশ বড়ুয়া, সাফায়েত হোসাইন আরফাত, সমরজিত দাশ রাজু, শাহাদাত হোসেন খান সোহেল প্রমুখ।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page