দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমিতি চকরিয়ার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন চলছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে স্কুলের হলরুমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। এতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটগ্রহন শেষে চলছে গণনা।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও পরিচালক (সদস্যসহ) মোট ১২টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে লড়ছেন সরওয়ার আলম সিকদার, খাইরুল বশর ও আলী আকবর। সাধারণ সম্পাদক পদে প্রাথী হয়েছেন- দুইবারের সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, কক্সবাজার কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এম এ এসতেফাজুর রহমান ও মঈন উদ্দীন।
এ নির্বাচনের প্রধান চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, এছাড়াও নির্বাচনে ১০ জন বিসিএস কর্মকর্তাকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সমিতির ১৪শ ৮৮ জন সদস্যরা ভোটাধিকারের মাধ্যমে তাদের নতুন নেতা নির্বাচিত করবেন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। রাতে ফলাফল ঘোষনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র।