রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক আর নেই।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা নুরুল হকের পরিবার জানান, তিনি গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৫দিন কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন, পরে অবস্থা অবনতি হলে গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ ( বৃহস্পতিবার ) বিকেলে ৫টায় রামু খিজারী হাইস্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রামু উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে।