আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’। এতে কার কত শতাংশ জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) এ জরিপ প্রকাশ করা হয়েছে।
জরিপে শীর্ষ চার পদে উঠে এসেছেন আব্দুল কাদির, আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও মো. আবু সাদিক। ২৪০ জন ভোটার এ জরিপে অংশ নিয়েছেন।
এতে বলা হয়েছে, দৈবচয়ন পদ্ধতিতে এটি পরিচালনা করা হয়েছে। এতে ১৮০ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী অংশ নিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতে ভিপি পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থী আবিদুল ইসলাম খান, তার জনপ্রিয়তা রয়েছে ৪৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আব্দুল কাদের, তার জনপ্রিয়তা ১৮ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, তার জনপ্রিয়তা রয়েছে ১২ শতাংশ। এরপর রয়েছেন আবু সাদিক কায়েম, তার জনপ্রিয়তা ৯ শতাংশ।
জরিপে অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন ১১ শতাংশ ভোটার। এছাড়া চার শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু)। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।
সূত্র : দেশ টিভি