মহেশখালীতে অস্ত্রসহ তিন নারীপুরুষকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় মহেশখালী জেটিঘাট থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি টিটিএন কে নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল।
আটককৃত সাইফুল ইসলাম (৩৩) পিতা ছৈয়দ হোসেন কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা এবং গোলবাহার বেগম (৬০) ও দিলদার বেগম (৫৩), তারা উভয়ের বাড়ি এসএমপাড়া আলিরজাহাল কক্সবাজার বলে জানা যায়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক প্রতুল কুমার শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশ জেটিঘাটে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন তিন নারীপুরুষের ব্যাগে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুইটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।