ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া জনজোয়ারে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে: মানতে হবে পুলিশী নির্দেশনা, বার বন্ধ থাকবে শোক পালন: সাগরতীরের তারকা হোটেলগুলোতে থার্টি-ফার্স্টের আয়োজন বাতিল চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা রুমিন ফারহানা-নীরবসহ ৮ জনকে বিএনপি থেকে বহিষ্কার থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সেন্টমার্টিনগামী জাহাজে যৌথ অভিযান কোস্টগার্ডের খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ

৪ মাসের মধ্যে পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ও ব্যক্তিগত যানবাহনের চলাচলের কেন্দ্রবিন্দু। অথচ দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এ মহাসড়কের একাধিক অংশ বর্তমানে “দুর্ঘটনাপ্রবণ মৃত্যু ফাঁদ” হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে।

গত কয়েক বছরে এই মহাসড়কে শত শত মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন নাগরিক সংগঠন ও গণমাধ্যমের খবরে প্রকাশ আছে। দুর্ঘটনার ক্রমবর্ধমান প্রভাবে জনমনে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে মহাসড়কটি দ্রুত চার বা ছয় লেইনে উন্নীত করার জন্য জনদাবি ক্রমশ জোরালো হচ্ছে। নাগরিক সমাজ, পরিবহন সংগঠন, সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে বিষয়টি সামনে তুলে ধরেছে।

এই প্রেক্ষাপটে কক্সবাজারের সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাহসিন মোক্তার নিশান মহাসড়কটির প্রশস্তকরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উচ্চ আদালতে একটি রীট পিটিশন দায়ের করেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৪ মাসের মধ্যে মহাসড়কটির নিরাপত্তা ও প্রশস্তকরণ সংক্রান্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা হাইকোর্টে জানাতে নির্দেশ দিয়েছেন। মামলায় রীট আবেদনের পক্ষে শুনানী করেন কক্সবাজারের সন্তান ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।

কক্সবাজার কমিউনিটি এলায়েন্স এর সংগঠক মোহিব্বুল মোক্তাদির তানিম বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়নের কাজ দ্রুত শুরু হলে দুর্ঘটনা কমবে এবং যাত্রী ও চালকরা নিরাপদ মহাসড়ক উপভোগ করতে পারবেন। এছাড়া লেইন বৃদ্ধি কেবল দুর্ঘটনা কমাবে না বরং কক্সবাজারের পর্যটন, অর্থনীতি, বাণিজ্য ও দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের পথও সুগম করবে।

এদিকে ঢাকায় বসবাসরত কক্সবাজারের বাসিন্দাদের সংগঠন ‘কক্সবাজার কমিউনিটি এলায়েন্স’ জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে হাইকোর্টে রীট দায়ের ও মামলার শুনানীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইনজীবী তাহসিন মোক্তার নিশান ও ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ

৪ মাসের মধ্যে পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশনা

আপডেট সময় : ০৮:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারের প্রবেশদ্বার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী ট্রাক, পর্যটন বাস ও ব্যক্তিগত যানবাহনের চলাচলের কেন্দ্রবিন্দু। অথচ দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এ মহাসড়কের একাধিক অংশ বর্তমানে “দুর্ঘটনাপ্রবণ মৃত্যু ফাঁদ” হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে, যার ফলে প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে।

গত কয়েক বছরে এই মহাসড়কে শত শত মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন নাগরিক সংগঠন ও গণমাধ্যমের খবরে প্রকাশ আছে। দুর্ঘটনার ক্রমবর্ধমান প্রভাবে জনমনে আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে মহাসড়কটি দ্রুত চার বা ছয় লেইনে উন্নীত করার জন্য জনদাবি ক্রমশ জোরালো হচ্ছে। নাগরিক সমাজ, পরিবহন সংগঠন, সামাজিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের মাধ্যমে বিষয়টি সামনে তুলে ধরেছে।

এই প্রেক্ষাপটে কক্সবাজারের সন্তান ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাহসিন মোক্তার নিশান মহাসড়কটির প্রশস্তকরণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উচ্চ আদালতে একটি রীট পিটিশন দায়ের করেন। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ৪ মাসের মধ্যে মহাসড়কটির নিরাপত্তা ও প্রশস্তকরণ সংক্রান্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা হাইকোর্টে জানাতে নির্দেশ দিয়েছেন। মামলায় রীট আবেদনের পক্ষে শুনানী করেন কক্সবাজারের সন্তান ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী।

কক্সবাজার কমিউনিটি এলায়েন্স এর সংগঠক মোহিব্বুল মোক্তাদির তানিম বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়নের কাজ দ্রুত শুরু হলে দুর্ঘটনা কমবে এবং যাত্রী ও চালকরা নিরাপদ মহাসড়ক উপভোগ করতে পারবেন। এছাড়া লেইন বৃদ্ধি কেবল দুর্ঘটনা কমাবে না বরং কক্সবাজারের পর্যটন, অর্থনীতি, বাণিজ্য ও দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের পথও সুগম করবে।

এদিকে ঢাকায় বসবাসরত কক্সবাজারের বাসিন্দাদের সংগঠন ‘কক্সবাজার কমিউনিটি এলায়েন্স’ জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে হাইকোর্টে রীট দায়ের ও মামলার শুনানীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইনজীবী তাহসিন মোক্তার নিশান ও ব্যারিস্টার নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।