ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আঞ্চলিক হুমকিতে রুপ নিচ্ছে রোহিঙ্গা সংকট- পররাষ্ট্র উপদেষ্টা আইন অমান্য করে মিয়ানমারে প্রবেশের চেষ্টা – ১২২ জেলে আটক করলো কোস্টগার্ড চকরিয়ায় নদীতে গোসলে নেমে কিশোরীর মৃ’ত্যু: জীবিত উদ্ধার দুই সুপ্রভাত কক্সবাজারের সম্মেলন ও কাউন্সিল-২৫ সম্পন্ন: নতুন নেতৃত্বে অগ্রযাত্রার প্রত্যয় উখিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপের জন্য অপেক্ষা করছি : মির্জা ফখরুল দলীয় সদস্য পদ নবায়ন করলেন সাবেক এমপি কাজল কবিতা চত্বরে এনজিও কর্মীর ল্যাপটপ-মোবাইল ছিনিয়ে নিলো ‘ছিনতাই চক্র’ কক্সবাজার ডিসি গোল্ডকাপ – ৯ উপজেলার ফুটবল লড়াই ১ সেপ্টেম্বর শুরু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মৃত্যু’র মিছিল থামছে না, চকরিয়ায় ব্যবসায়ী নিহত কক্সবাজার শহরের একাধিক এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে শুক্রবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস উদযাপিত হবে: উপদেষ্টা ফারুকী ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন উপদেষ্টা সাখাওয়াত: যোগ দেবেন বাঁকখালী নদী দখলমুক্তকরনের সভায় নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে – বিবিসিকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটক বাড়বে: পর্যটন উপদেষ্টা
আকুতি আছে, আছে সভা-সিম্পোজিয়াম

কিন্তু ‘বাড়িফেরা হয়না’ রোহিঙ্গাদের

“আমরা এখানে এসেছি আট বছর। শান্তির ঘুম হয়নি একটি রাতেও। এই আট বছরে হাজার বছরের দুঃখ সহ্য করার মতো থেকেছি। আমরা মিয়ানমার চলে যেতে চাই। একটু শান্তিতে থাকতে চাই।”

২০১৭ সালের বর্ষার কোনো এক দিনে নিজভূমী ছেড়ে পরবাসী হয়েছিলেন রোহিঙ্গা নারী ফাতেমা। ৩০ ছুঁই ছুঁই বয়সের এই নারীর আক্ষেপ, আট বছরের বর্ষা যেনো কাটেনা আর!

১২ বছর বয়সে বাবা মায়ের সাথে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন মুবিনুর। এখন কুড়ি বছরের এই তরুণের আকুতি, “আমরা মিয়ানমার থেকে এসেছি খুব ছোটবেলায়। পড়ালেখার সুযোগ পাইনি। শিক্ষিত হতে পারিনি। মা-বাবা প্রতি রাতে কাঁদে, আমরা আমাদের দেশ ফিরে পেতে চাই।”

আর সলিমা খাতুন বলেন, বাংলাদেশ আমাদের মাথা গোজার ঠাঁই দিয়েছে। মিয়ানমারে যেসব নির্যাতন সহ্য করেছি সেগুলোর বিচার চাই। আমাদের মা-বোনদের যেভাবে মারধর করেছে, তাদের প্রতিটা রক্তের বিচার চাই”

এমন সব আক্ষেপ -আকুতি নিয়ে সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরের ৪নম্বর ক্যাম্পের বালুর মাঠে এসেছিলেন সলিমা, মুবিন ও ফাতেমারা। গেলো সাত বছরের ধারাবাহিকতায় ২৫ অগাস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস পালন করে রোহিঙ্গারা।

নিরাপত্তা ও সম্মানের সাথে নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফেরার দাবী নিয়ে এই সমাবেশ যখন আশ্রয় শিবিরে চলছিলে, তখন উখিয়ার সাগরতীরবর্তী একটি তারকামানের হোটেলে এসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেটিও ছিলো রোহিঙ্গাদের বাড়ি ফেরানোর অর্থাৎ নিরাপদ প্রত্যাবাসনের আন্তর্জাতিক সম্মেলন।

আশ্রয় শিবিরের সমাবেশে ফাতেমারা তখন বলছিলেন, “আজ আমরা এখানে একত্রিত হয়েছি বিশ্বের কাছে জানান দিতে, যেন আমাদের দেশ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের ভিটেমাটি আমরা ফেরত চাই। যেসব জায়গা জমি কেড়ে নিয়েছে সেগুলো ফেরত চাই।”

একদিকে আকুতি আরেকদিকে আছে শঙ্কাও।

দীর্ঘদিন রোহিঙ্গা ‘শরণার্থীদের’ নিয়ে কাজ করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রাহমান নাসির উদ্দীনের কাছে। এই বিশেষজ্ঞের কাছে জানতে চাওয়া হয়, রোহিঙ্গাদের বাড়ি ফেরানোর বাস্তবতা কতোটুকু?

রাহমান নাসির বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কার্যকর কোনো প্রতিফল এই মুহুর্তে আমি দেখিনা। প্রথমত অভ্যন্তরীণ অস্থিরতা। রাখাইনে জান্তার কোনো কর্তৃত্ব নেই। তাহলে ঢাকা ইয়াঙ্গুন দেনদরবারে যদি ধরেও নিই যে তাদের (রোহিঙ্গাদের) ফেরত পাঠানো হয়, তাহলে জান্তার কী সেই সক্ষমতা আছে সিদ্ধান্ত বাস্তবায়নের? দ্বিতীয়ত, রোহিঙ্গাদের প্রতি আরাকার আর্মির দৃষ্টিভঙ্গি। গত এক বছরে আরাকান আর্মির নির্যাতনেই তো এলো প্রায় দেড় লাখ। তাহলে? তৃতীয়ত, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরত যাওয়ার সাহস ও আস্থা। নাগরিকত্ব বসত ভিটা এসব ফিরে পাবে কী-না সেই শঙ্কা তো তাদের মধ্যে আছেই।

সমাবেশে আসা আশ্রয় শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহও প্রকাশ করেছেন এমন শঙ্কা। তিনি বলেন, “এখন আমাদের ফিরে যাওয়ার পরিকল্পনা করলেও আমরা কি নিরাপদ ভাবে মিয়ানমারে ফিরতে পারবো? আমাদেরকে নিজ দেশে ফেরানোর পরিকল্পনার পাশাপাশি আমাদের নিরাপত্তা নিশ্চিত করাও জাতিসংঘের দায়িত্ব। তাই আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি। আমাদের যেন আবার মিয়ানমার থেকে পালিয়ে আসতে না হয় সে ব্যবস্থা করতে হবে।”

সোমবার আশ্রয় শিবিরের এই সমাবেশে আসা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা হয়।

সেখানে তারা ঘরে ফেরার কথা যেমন বলেছেন, তাদের উপর হওয়া বর্বরোচিত হত্যার বিচারও চেয়েছেন। আবার প্রত্যাবাসন হলে, তা যেনো মর্যাদার সাথে করা হয় সেই দাবীটিও করেছেন।

৪ নম্বর ক্যাম্পে থাকা কলিমুল্লাহ বলেন, ইউএন অর্গানাইজেশনসহ মানবাধিকার নিয়ে কাজ করা সকল সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, আমরা এখানে শুধুমাত্র আজকের দিনটিকে স্মরণ করে সম্মিলিত হইনি। আমাদের হারানো প্রতিটি মা-বাবা, ভাই-বোনের রক্তের হিসাব চাইতে ও বিচার চাইতে এখানে জড়ো হয়েছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নিরাপত্তার স্বার্থে।

“২৫ আগস্ট শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের মা-বাবার চোখের জল ফেলার দিন। আমাদের ভিটে-মাটি হারানোর দিন। ২০১৭ সালের ২৫ অগাস্টের পর থেকে আমরা নিজ দেশ ছেড়ে এই দেশে আশ্রিত হিসেবে আছি। আমরা মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছি, নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছি। ৮ বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের মাতৃভূমিতে ফিরতে পারিনি।”

একই ক্যাম্পের আনোয়ার হাকিম জানান, মিয়ানমারে বসবাসরত মুসলিম জলগোষ্ঠী এখনো পরাধীনভাবে বসবাস করছে। তাদের ওপর এখনো নির্যাতন জুলুম চলছে। আরাকান আর্মিরাও তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে। আমরা বাংলাদেশে এসেছি আট বছর হচ্ছে। এখানে আমরা এক ব্লক থেকে অন্য ব্লকে যেতে পারি না। আমাদের শিক্ষার তেমন কোনো সুযোগ নেই। আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে চাই। কারণ একটি অশিক্ষিত জাতি কখনো উন্নতি করতে পারে না।

আনোয়ার হাকিম মনে করেন, “জাতিসংঘের মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাগুলো চাইলে পারে আমাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। তারা জানে আমরা ক্যাম্পে শান্তিতে নেই। আমরা শিক্ষায় পিছিয়ে পড়েছি। ক্যাম্পে অনেক ছেলেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। তার মূল কারণ নিজেরা কিছু করার।”

“গত বছর জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও ড. ইউনুস এসে কথা দিয়েছিলেন আগামী বছর রোজার মধ্যে আমাদেরকে নিজ দেশে পাঠাবেন। আগামী ঈদ আমরা নিজ দেশে করতে চাই”

কিন্তু এমন কোনো আশা দেখছেননা নৃ-বিজ্ঞানী রাহমান নাসির উদ্দীন। তাহলে সমাধান কী হতে পারে? এমন প্রশ্নে তিনি বলেন, “আমি মনে করি ১৫ লাখ রোহিঙ্গাকে রাতারাতি মিয়ানমারে ফেরত পাঠানো যাবে না- এই বাস্তবতাটাকে স্বীকার করতে হবে। কিছু স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটা কার্যকর অ্যাকশন প্ল্যান নিতে হবে। তাদের কিভাবে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা যেতে পারে, তৃতীয় কোন দেশে পুনর্বাসনের চিন্তাও নতুন করে করা যেতে পারে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে সংযুক্ত করে কীভাবে একটি কার্যকর প্রত্যাবাসন প্রক্রিয়

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক হুমকিতে রুপ নিচ্ছে রোহিঙ্গা সংকট- পররাষ্ট্র উপদেষ্টা

This will close in 6 seconds

আকুতি আছে, আছে সভা-সিম্পোজিয়াম

কিন্তু ‘বাড়িফেরা হয়না’ রোহিঙ্গাদের

আপডেট সময় : ১২:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

“আমরা এখানে এসেছি আট বছর। শান্তির ঘুম হয়নি একটি রাতেও। এই আট বছরে হাজার বছরের দুঃখ সহ্য করার মতো থেকেছি। আমরা মিয়ানমার চলে যেতে চাই। একটু শান্তিতে থাকতে চাই।”

২০১৭ সালের বর্ষার কোনো এক দিনে নিজভূমী ছেড়ে পরবাসী হয়েছিলেন রোহিঙ্গা নারী ফাতেমা। ৩০ ছুঁই ছুঁই বয়সের এই নারীর আক্ষেপ, আট বছরের বর্ষা যেনো কাটেনা আর!

১২ বছর বয়সে বাবা মায়ের সাথে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিলেন মুবিনুর। এখন কুড়ি বছরের এই তরুণের আকুতি, “আমরা মিয়ানমার থেকে এসেছি খুব ছোটবেলায়। পড়ালেখার সুযোগ পাইনি। শিক্ষিত হতে পারিনি। মা-বাবা প্রতি রাতে কাঁদে, আমরা আমাদের দেশ ফিরে পেতে চাই।”

আর সলিমা খাতুন বলেন, বাংলাদেশ আমাদের মাথা গোজার ঠাঁই দিয়েছে। মিয়ানমারে যেসব নির্যাতন সহ্য করেছি সেগুলোর বিচার চাই। আমাদের মা-বোনদের যেভাবে মারধর করেছে, তাদের প্রতিটা রক্তের বিচার চাই”

এমন সব আক্ষেপ -আকুতি নিয়ে সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরের ৪নম্বর ক্যাম্পের বালুর মাঠে এসেছিলেন সলিমা, মুবিন ও ফাতেমারা। গেলো সাত বছরের ধারাবাহিকতায় ২৫ অগাস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস পালন করে রোহিঙ্গারা।

নিরাপত্তা ও সম্মানের সাথে নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফেরার দাবী নিয়ে এই সমাবেশ যখন আশ্রয় শিবিরে চলছিলে, তখন উখিয়ার সাগরতীরবর্তী একটি তারকামানের হোটেলে এসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেটিও ছিলো রোহিঙ্গাদের বাড়ি ফেরানোর অর্থাৎ নিরাপদ প্রত্যাবাসনের আন্তর্জাতিক সম্মেলন।

আশ্রয় শিবিরের সমাবেশে ফাতেমারা তখন বলছিলেন, “আজ আমরা এখানে একত্রিত হয়েছি বিশ্বের কাছে জানান দিতে, যেন আমাদের দেশ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের ভিটেমাটি আমরা ফেরত চাই। যেসব জায়গা জমি কেড়ে নিয়েছে সেগুলো ফেরত চাই।”

একদিকে আকুতি আরেকদিকে আছে শঙ্কাও।

দীর্ঘদিন রোহিঙ্গা ‘শরণার্থীদের’ নিয়ে কাজ করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রাহমান নাসির উদ্দীনের কাছে। এই বিশেষজ্ঞের কাছে জানতে চাওয়া হয়, রোহিঙ্গাদের বাড়ি ফেরানোর বাস্তবতা কতোটুকু?

রাহমান নাসির বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কার্যকর কোনো প্রতিফল এই মুহুর্তে আমি দেখিনা। প্রথমত অভ্যন্তরীণ অস্থিরতা। রাখাইনে জান্তার কোনো কর্তৃত্ব নেই। তাহলে ঢাকা ইয়াঙ্গুন দেনদরবারে যদি ধরেও নিই যে তাদের (রোহিঙ্গাদের) ফেরত পাঠানো হয়, তাহলে জান্তার কী সেই সক্ষমতা আছে সিদ্ধান্ত বাস্তবায়নের? দ্বিতীয়ত, রোহিঙ্গাদের প্রতি আরাকার আর্মির দৃষ্টিভঙ্গি। গত এক বছরে আরাকান আর্মির নির্যাতনেই তো এলো প্রায় দেড় লাখ। তাহলে? তৃতীয়ত, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরত যাওয়ার সাহস ও আস্থা। নাগরিকত্ব বসত ভিটা এসব ফিরে পাবে কী-না সেই শঙ্কা তো তাদের মধ্যে আছেই।

সমাবেশে আসা আশ্রয় শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহও প্রকাশ করেছেন এমন শঙ্কা। তিনি বলেন, “এখন আমাদের ফিরে যাওয়ার পরিকল্পনা করলেও আমরা কি নিরাপদ ভাবে মিয়ানমারে ফিরতে পারবো? আমাদেরকে নিজ দেশে ফেরানোর পরিকল্পনার পাশাপাশি আমাদের নিরাপত্তা নিশ্চিত করাও জাতিসংঘের দায়িত্ব। তাই আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি। আমাদের যেন আবার মিয়ানমার থেকে পালিয়ে আসতে না হয় সে ব্যবস্থা করতে হবে।”

সোমবার আশ্রয় শিবিরের এই সমাবেশে আসা বেশ কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা হয়।

সেখানে তারা ঘরে ফেরার কথা যেমন বলেছেন, তাদের উপর হওয়া বর্বরোচিত হত্যার বিচারও চেয়েছেন। আবার প্রত্যাবাসন হলে, তা যেনো মর্যাদার সাথে করা হয় সেই দাবীটিও করেছেন।

৪ নম্বর ক্যাম্পে থাকা কলিমুল্লাহ বলেন, ইউএন অর্গানাইজেশনসহ মানবাধিকার নিয়ে কাজ করা সকল সংস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই, আমরা এখানে শুধুমাত্র আজকের দিনটিকে স্মরণ করে সম্মিলিত হইনি। আমাদের হারানো প্রতিটি মা-বাবা, ভাই-বোনের রক্তের হিসাব চাইতে ও বিচার চাইতে এখানে জড়ো হয়েছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নিরাপত্তার স্বার্থে।

“২৫ আগস্ট শুধুমাত্র একটি তারিখ নয়, এটি আমাদের মা-বাবার চোখের জল ফেলার দিন। আমাদের ভিটে-মাটি হারানোর দিন। ২০১৭ সালের ২৫ অগাস্টের পর থেকে আমরা নিজ দেশ ছেড়ে এই দেশে আশ্রিত হিসেবে আছি। আমরা মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছি, নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছি। ৮ বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের মাতৃভূমিতে ফিরতে পারিনি।”

একই ক্যাম্পের আনোয়ার হাকিম জানান, মিয়ানমারে বসবাসরত মুসলিম জলগোষ্ঠী এখনো পরাধীনভাবে বসবাস করছে। তাদের ওপর এখনো নির্যাতন জুলুম চলছে। আরাকান আর্মিরাও তাদের ওপর নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাদের রক্তের ওপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে। আমরা বাংলাদেশে এসেছি আট বছর হচ্ছে। এখানে আমরা এক ব্লক থেকে অন্য ব্লকে যেতে পারি না। আমাদের শিক্ষার তেমন কোনো সুযোগ নেই। আমরা স্বশিক্ষায় শিক্ষিত হতে চাই। কারণ একটি অশিক্ষিত জাতি কখনো উন্নতি করতে পারে না।

আনোয়ার হাকিম মনে করেন, “জাতিসংঘের মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাগুলো চাইলে পারে আমাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে। তারা জানে আমরা ক্যাম্পে শান্তিতে নেই। আমরা শিক্ষায় পিছিয়ে পড়েছি। ক্যাম্পে অনেক ছেলেরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। তার মূল কারণ নিজেরা কিছু করার।”

“গত বছর জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও ড. ইউনুস এসে কথা দিয়েছিলেন আগামী বছর রোজার মধ্যে আমাদেরকে নিজ দেশে পাঠাবেন। আগামী ঈদ আমরা নিজ দেশে করতে চাই”

কিন্তু এমন কোনো আশা দেখছেননা নৃ-বিজ্ঞানী রাহমান নাসির উদ্দীন। তাহলে সমাধান কী হতে পারে? এমন প্রশ্নে তিনি বলেন, “আমি মনে করি ১৫ লাখ রোহিঙ্গাকে রাতারাতি মিয়ানমারে ফেরত পাঠানো যাবে না- এই বাস্তবতাটাকে স্বীকার করতে হবে। কিছু স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটা কার্যকর অ্যাকশন প্ল্যান নিতে হবে। তাদের কিভাবে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা যেতে পারে, তৃতীয় কোন দেশে পুনর্বাসনের চিন্তাও নতুন করে করা যেতে পারে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয়ভাবে সংযুক্ত করে কীভাবে একটি কার্যকর প্রত্যাবাসন প্রক্রিয়