চকরিয়ার থানা হেফাজতে দূর্জয় চৌধুরীর মৃত্যুর ঘটনায় এবার চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে ওএসডি করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার ভরামুহুরী ৪নং ওয়ার্ড হিন্দুপাড়ার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন।
স্কুল কতৃপক্ষ বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে তুলে দূর্জয়কে গত বৃহস্পতিবার রাতে থানায় সোপর্দ করেন। ওইদিন রাতে হাজতে তার মৃত্যু হয়। পুলিশের দাবী, তিনি আত্মহত্যা করেছেন।
এই ঘটনায় চকরিয়া থানার একজন এএসআই, দুইজন পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং থানার ওসিকে বদলি করা হয়েছে।
সর্বশেষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানমকে (ওএসডি) করা হলো।
দুর্জয়ের পরিবার এই মৃত্যুকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা বলে দাবী করেছেন।