ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জেলা বিএনপি নেতা রাসেলের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র করবে যৌথ তিনটি সামরিক মহড়া বিএনপি নেতা সৈয়দ নুর জীবনের শেষ মুহুর্তেও ছিলেন মিছিলে, রেখেছেন বক্তব্য কাউন্সিলর একরাম হত্যা মামলায় বদি’কে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ সৎ, নীতিবান ও পেশাদার অফিসাররা পদোন্নতির দাবিদার: প্রধান উপদেষ্টা খালি পেটে এই ৭ কাজ করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন বেগুন আগে খেয়েছেন এভাবে? গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে চকরিয়ার সড়কে বিক্ষোভ নি’ষি’দ্ধ ছাত্রলীগের, খবর ছড়ালো ফেসবুকে! সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল এখন আমাদের লড়াই করতে হবে ‘ট্যাবলেটের’ বিরুদ্ধে- হাসনাত হাসপাতালে অসুস্থ জামায়াত আমির’কে দেখতে গেলেন মির্জা ফখরুল গণতান্ত্রিক শক্তির লড়াইয়ে আরামে আছেন দিল্লিওয়ালা: সালাহউদ্দিন আহমদ ‘সালাহউদ্দিন উঁচু্মানের নেতা, কটুক্তি’র সাহসদাতাদের মূল উৎপাটন করা হবে’ এনসিপি নেতা পাটোয়ারীকে গ্রেফতারের দাবী পেকুয়া বিএনপির

সীমান্ত ব্যবস্থাপনায় আরকান আর্মি’র সাথে যোগাযোগের উদ্যোগ নিচ্ছে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, “আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয়, সেগুলো এখনো অস্পষ্ট। তবে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। ”

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেছেন তিনি।

বর্তমান পরিস্থিতি শুধু একটি মানবিক বিপর্যয়ের বিষয় নয়, এটা দেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়ও উল্লেখ করে খলিলুর রহমান বলেন, একটা তাৎক্ষণিক উদ্বেগ ছিল বর্তমান অবস্থায় আরও বেশি করে রোহিঙ্গা শরণার্থী চলে আসে কি না। এটা যাতে না হয়, সে জন্য আন্তর্জাতিক চাপ বজায় রাখা হচ্ছে।

ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে ঢাবি’র অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আরাকান আর্মি, মিয়ানমার সরকারসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।

বাংলাদেশ সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই-সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ ও মিয়ানমারে—দুই পারে রোহিঙ্গাদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। রাখাইনে পাঁচ লাখের মতো রোহিঙ্গা আছে। রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের এত দিনকার নীতি–কৌশল অকার্যকর প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার ত্রুটি রোহিঙ্গাদের আসা ঠেকাতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

মিয়ানমার বা রাখাইনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু একমাত্র বিষয় নয় বলে মনে করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান।

ভৌগোলিক ও সামরিক দিক থেকে বড় দুই প্রতিবেশীর (ভারত ও মিয়ানমার) একটির সঙ্গেও ভালো সম্পর্ক না থাকাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখেন তিনি।

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বাংলাদেশের রাখাইন সম্প্রদায়কে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সায়মা আহমেদ মনে করেন, আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। এ জন্য মিয়ানমার সরকার, আরাকান আর্মি, রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা দরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ইউনিটি ফর বাংলাদেশের মুখপাত্র মঞ্জুর মঈন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ লেখক তুহিন খান।

ট্যাগ :

সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জেলা বিএনপি নেতা রাসেলের

This will close in 6 seconds

সীমান্ত ব্যবস্থাপনায় আরকান আর্মি’র সাথে যোগাযোগের উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট সময় : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, “আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয়, সেগুলো এখনো অস্পষ্ট। তবে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। ”

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেছেন তিনি।

বর্তমান পরিস্থিতি শুধু একটি মানবিক বিপর্যয়ের বিষয় নয়, এটা দেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়ও উল্লেখ করে খলিলুর রহমান বলেন, একটা তাৎক্ষণিক উদ্বেগ ছিল বর্তমান অবস্থায় আরও বেশি করে রোহিঙ্গা শরণার্থী চলে আসে কি না। এটা যাতে না হয়, সে জন্য আন্তর্জাতিক চাপ বজায় রাখা হচ্ছে।

ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে ঢাবি’র অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আরাকান আর্মি, মিয়ানমার সরকারসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।

বাংলাদেশ সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই-সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ ও মিয়ানমারে—দুই পারে রোহিঙ্গাদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। রাখাইনে পাঁচ লাখের মতো রোহিঙ্গা আছে। রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের এত দিনকার নীতি–কৌশল অকার্যকর প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার ত্রুটি রোহিঙ্গাদের আসা ঠেকাতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

মিয়ানমার বা রাখাইনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু একমাত্র বিষয় নয় বলে মনে করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান।

ভৌগোলিক ও সামরিক দিক থেকে বড় দুই প্রতিবেশীর (ভারত ও মিয়ানমার) একটির সঙ্গেও ভালো সম্পর্ক না থাকাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখেন তিনি।

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বাংলাদেশের রাখাইন সম্প্রদায়কে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সায়মা আহমেদ মনে করেন, আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। এ জন্য মিয়ানমার সরকার, আরাকান আর্মি, রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা দরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ইউনিটি ফর বাংলাদেশের মুখপাত্র মঞ্জুর মঈন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ লেখক তুহিন খান।