প্রধান উপদেষ্টা’র রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার মধুরছড়া’স্থ ৪নং/এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে যাত্রা করা কানাডায় নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনারের গাড়িবহর।
পরে তিনি ৪নং/এক্সটেনশন, ২০, ৮ ও ৯ নং ক্যাম্পে চলমান কার্যক্রম পরিদর্শন করেন।
বিকেলে কক্সবাজার ফিরে গিয়ে ড. খলিলুর রহমান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে রোহিঙ্গা মানবিক সহায়তা কর্মসূচিতে নিয়োজিত এনজিও,আইএনজিও সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে অংশ নেন। বিমানযোগে বিকেল ৫টায় ঢাকায় ফিরে যান তিনি।
এই সফর রোহিঙ্গা সংকট কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় নতুন জানালা খুলে দিবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মিজানুর রহমান।