২৪ এর গণ-অভ্যুত্থানে নিহত শহিদ তানভীর ছিদ্দিকীর কবর জিয়ারত ও সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্ল্যাহ্ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহিদ তানভীর ছিদ্দিকীর কবরে এই শ্রদ্ধা জানান।
এসময় মহেশখালী মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে শহিদের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়, এসময় ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদ ও তাদের পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।
কাব্য সৌরভ, মহেশখালী• 




















