কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে রামুর রশিদনগর এলাকার রেল ক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।
ওসি তৈয়বুর রহমান বলেন, এতে চালক হাবিব উল্লাহ (৫০), অটোরিকশার যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), রেনু আরার তিন বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে আশেক উল্লাহ ও আতা উল্লাহ নিহত হন।
রামুর রশিদনগরের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিং পেরিয়ে রেল লাইনের উপর অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। পরে যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী।
বদি আলম বলেন, ট্রেনের সামনের অংশ অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে নিহতদের দেহ ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে।
রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন জানান, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সাথে এই দুর্ঘটনা ঘটে। সেটি গন্তব্যে চলে গেছে। কিন্তু রামুর পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে রেখেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।
পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়া হবে বলে দেয়া আশ্বাসের পর ট্রেনটি ছেড়ে দেয়া হয়।