টানা বৃষ্টিতে টেকনাফে পানিবন্দী হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার শতাধিক ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
র্যাব ১৫ উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, সাম্প্রতিক দূর্যোগে কক্সবাজারে বেশিরভাগ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়া পরিবারগুলোকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত আরো পরিবারকে এ সহায়তা কর্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।
টানা বর্ষনে উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, পৌরসভা, সদর, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিলো, তবে এই মুহুর্তে রোদ ওঠায় পানি নেমে যেতে শুরু করেছে।