ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি অনলাইনে ময়মনসিংহের তরুণীর সাথে প্রেম, বিয়ের এক বছর পর উখিয়ায় যুবকের মরদেহ উদ্ধার কুতুবদিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে: আলী রীয়াজ অধ্যক্ষ রিয়াদ হায়দারের ভাই মাহবুবের মৃত্যু ডাকসু নির্বাচন: যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা পৌরসভার দেয়া টমটমের লাইসেন্স বাতিল না স্থগিত করা হয়েছে? চকরিয়ায় ১০ মা’দ’কসেবীর কারাদন্ড কক্সবাজার জেলা বিএনপি’র বিশেষ বিজ্ঞপ্তি- কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২৬ হাজার টাকা জরিমানা হ্যাশট্যাগ থেকে হিউম্যান চেইন: বাংলাদেশের ছাত্রদের ডিজিটাল জাগরণ “প্লে ফর পিস” স্লোগানে বিচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে: প্রধান উপদেষ্টা গহীন পাহাড়ের আস্তানা থেকে গ্রেনেডসহ বিপুল অস্ত্র নিয়ে ডাকাত শফি আটক

রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামুতে অনুষ্ঠিত হলো উপজেলা ভিত্তিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজারের সমন্বিত জেলা কার্যালয় ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু। তিনি বলেন, “দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা কফিল উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ।

সাংবাদিক খালেদ শহীদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামী সুন্নিয়া আলিম মাদ্রাসা। উত্তেজনাপূর্ণ বিতর্কে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়, আর রানার-আপ হয় মাছুমিয়া মাদ্রাসা। সেরা বক্তার সম্মান অর্জন করেন মাছুমিয়া মাদ্রাসার ছাত্র মোবারক হোসেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্লট বরাদ্দে দুর্নীতি : শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

This will close in 6 seconds

রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামুতে অনুষ্ঠিত হলো উপজেলা ভিত্তিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজারের সমন্বিত জেলা কার্যালয় ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু। তিনি বলেন, “দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা কফিল উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ।

সাংবাদিক খালেদ শহীদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামী সুন্নিয়া আলিম মাদ্রাসা। উত্তেজনাপূর্ণ বিতর্কে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়, আর রানার-আপ হয় মাছুমিয়া মাদ্রাসা। সেরা বক্তার সম্মান অর্জন করেন মাছুমিয়া মাদ্রাসার ছাত্র মোবারক হোসেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।