নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ৪ প্রতিষ্ঠান ৪২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে ওই অভিযান পরিচালনায় থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়েছে।
দীপক ত্রিপুরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়সহ নানা অনিয়মের বিরুদ্ধে মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
শনিবার জরিমানায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো, আল মদিনা হোটেল এন্ড ভাতঘর কে ৪ হাজার টাকা, দুটি মুদির দোকানকে ৮ হাজার টাকা, এবং জনপ্রিয় বেকারীকে ৩০ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।