Saturday, April 27, 2024

কক্সবাজার ছেড়েছে মোখা, নেই মহাবিপদ সংকেতও

সাইফুল আলম বাদশা:

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল ছেড়ে মিয়ানমারে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরই সঙ্গে ঘূর্ণিঝড় নিয়ে কক্সবাজার উপকূলে যে ১০নং মহাবিপদ সংকেত দেয়া হয়েছিল তা তুলে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখেতে বলা হয়েছে। এছাড়া সকল সমুদ্র বন্দরগুলোকেও ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিষয়টি আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার সন্ধ্যা ৬ টায় উপকূল অতিক্রম করেছে এবং দূর্বল সিট্যুয়ে, মিয়ানমারে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page