Thursday, May 16, 2024

সোহাগ পরিবহনে আগুন: দূর্ঘটনা নাকি নাশকতা?

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার শহরে সোহাগ পরিবহনের একটি স্ক্যানিয়া বাসে আগুন লাগার বিষয়ে চলছে নানান গুঞ্জন। কেউ বলছেন শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে আবার কেউ কেউ কেউ বলছেন, দুজন যুবক এসে পেট্রোল ভর্তি বোতল ছুঁড়ে মারলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে জেল গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রাত আনুমানিক সাড়ে ৮ টার কিছু পর হঠাৎ বাসের পেছনের অংশে আগুন দেখতে পেলে তারা লোকজন ডেকে আগুন নিভিয়ে ফেলে। পরে সেখানে দমকল বাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বাসের ড্রাইভার মোখলেসুর রহমান খান জানান, বাসের ভেতরে ইঞ্জিনের বৈদ্যতিক সংযোগে শর্ট সার্কিট হওয়ায় ইলেকট্রিক লাইন পুড়ে গেছে। তবে তিনি সেখানে ছিলেন না, সেখানে ছিলো তার সহকারী। সহকারী এসি ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিলো গাড়ীতে। এমন সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অন্যদিকে ৭১ টেলিভিশনের সাংবাদিক কামরুল ইসলাম মিন্টু স্থানীয়দের বরাতে টিটিএনকে জানিয়েছেন, দুজন যুবক এসে আগুন ধরিয়ে দিতে দেখেছে স্থানীয়রা।তিনি জানান, পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার হওয়ায় জনমনে সন্দেহ হচ্ছে এর পেছনে কারো হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, প্রাথমিক ভাবে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে মনে করা হলেও, এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page