Monday, May 13, 2024

মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হলে উন্নয়ন টেকসই হবে না- অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী

 

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গেলে দেশের উন্নয়নও ব্যাহত হবে, টেকসই এই উন্নয়নের জন্যে জাতীয় ঐক্যের প্রশ্নে মুক্তিযুদ্ধের চেতনা কে সমুন্নত রাখতে,এ ক্ষেত্রে সংস্কৃতিকর্মীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বরেন্য শিক্ষাবিদ ও মুক্তি কক্সবাজারের প্রতিষ্ঠাতা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। তিনি রবিবার সন্ধ্যায় কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ৩ দিনের বিজয়ের সাংস্কৃতিক উৎসবের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শহীদ দৌলত ময়দানের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মঞ্চে আয়োজিত কথামালায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন। এতে জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় খেলাঘরের সদস্য জাহেদ সরওয়ার সোহেল।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে রুমা মল্লিক কবিতা আবৃত্তি করেন, এরপর ঝিনুক মালা খেলাঘর, সাগরিকা খেলাঘর,সত্যেন সেন শিল্পী গোষ্ঠী,দরিয়া নগর সাংস্কৃতিক কেন্দ্র ও জাগো বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। ১৬ ডিসেম্বর শনিবার বিজয় র‍্যালীর মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনের বিজয়ের সাংস্কৃতিক উৎসব। ১৮ ডিসেম্বর শেষ হবে এ উৎসবের। মুক্তি
কক্সবাজার ও জেলা খেলাঘর কক্সবাজারের সার্বিক সহযোগিতায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page