Saturday, May 18, 2024

সাগর উপকন্ঠের শহরে বিজয়ের দিন পালন

সিয়াম সোহেল :

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছো পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও।
তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে,
প্রাত্যহিক বাহুর পেশীতে, জীবনের রাজপথে…

১৬ ডিসেম্বর। মহান বিজয় দিব। কবির লেখা কাব্যের মতোই- স্বাধীনতার দীর্ঘজীবীতার পথে বাঙালি তার বিজয়ের ৫৩ তম বর্ষ উদযাপন করছে। কক্সবাজারে
দিবসের শুরু হয়, কাক ডাকা কুয়াশাচ্ছন্ন ভোরে সুর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।

এরপর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সমবেত জনতা।

ভোর পেরিয়ে সকাল হতেই কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জড়ো হয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যেখানে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারিরীক কসরত। এসময় বিশেষ বাহিনির একাংশ কুচকাওয়াজে অংশ নেন।

বিজয় দিবস ঘিরে দিনব্যাপী নানা আয়োজন চলতে থাকে জেলার প্রতিটি উপজেলায়। বিজয়ের দিনে সকলের প্রত্যাশা একটি সুখী সম্মৃদ্ধ বাংলাদেশের।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page