Thursday, May 16, 2024

কক্সবাজার সহ নৌকার মনোনয়ন প্রত্যাশীরা গণভবনে: বিকেলেই চূড়ান্ত ঘোষণা

বিশেষ প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ নভেম্বর) সকাল থেকেই দলের সভাপতির সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেন কক্সবাজার সহ সারাদেশ থেকে আসা নৌকার মনোনয়ন প্রত্যাশীরা।

সকাল ১০ টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শেষে সভাস্থলে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সৌজন্যে সাক্ষাৎ সহ প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দলীয় নির্দেশনা দিবেন বঙ্গবন্ধু কন্যা।

কক্সবাজারের চার আসন থেকে এবার ৪৩ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বর্তমান তিন সংসদ সদস্য- কক্সবাজার-২ এ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ এ সাইমুম সরোয়ার কমল ও কক্সবাজার-৪ এ শাহীন আক্তার আবারো মনোনয়ন পেতে পারেন বলে শক্ত গুঞ্জন উঠেছে।

কক্সবাজার-১ এ ফের নৌকার মাঝি হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন সিআইপি কে, যিনি এর আগেও একই প্রতীকে তিনবার নির্বাচন করে বিজয়ী হতে পারেন নি।

কারা আসলে চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন সেটির জন্য অপেক্ষার দূরত্ব কমেছে মতবিনিময় সভা শেষ হওয়া পর্যন্ত।

যদিও দলটির সর্বশেষ মনোনয়ন বোর্ড সভার মধ্য দিয়ে শনিবার রাতেই চূড়ান্ত হয়ে গেছে ৩০০ প্রার্থী।

আজ বিকেল ৪টায় সাংগঠনিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের দপ্তর সেল চূড়ান্ত তালিকা উন্মুক্ত করবে বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page