Thursday, May 16, 2024

মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফরম সংগ্রহের আহবান আওয়ামীলীগের

টিটিএন ডেস্ক :

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদনের তারিখ ঘোষণা,লোকসমাগম ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশ৷

বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ তারিখ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়ার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদটি প্রকাশ করেন৷

বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ১৮ নভেম্বর ২০২৩ শনিবার থেকে ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে৷

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে৷ কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা,ময়মনসিংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে৷ কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র নেওয়া যাবে৷

দলের মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া ও প্রাথী নিজে অথবা প্রার্থীর একজন যােগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময়
অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মােবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনােনয়ন ফরম জমা প্রদান করতে হবে৷

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page