Thursday, May 16, 2024

কক্সবাজার-ঢাকা রেলের ভাড়ার তালিকা চূড়ান্ত করেছে রেল কর্তৃপক্ষ

মুরাদ মাহমুদ চৌধুরী।

কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের ভাড়ার চূড়ান্ত তালিকা নির্ধারিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত নতুন রুটে ট্রেনের ভাড়ার তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে যা দুয়েকদিনের মধ্যে প্রকাশিত হবার কথা রয়েছে বলে রেল কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।

তালিকা অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১২৫ টাকা। এছাড়া মেইল ট্রেনে ১৭০ টাকা, শোভন চেয়ারে ৫০০ টাকা, এসি বাথে ১৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সুলভ শ্রেণির ২৫০, শোভন শ্রেণির ৪২০, প্রথম চেয়ার/সিট ভাড়া (ভ্যাটসহ) ৬৭০, প্রথম বার্থের (ভ্যাটসহ) এক হাজার, স্নিগ্ধা শ্রেণির (ভ্যাটসহ) ৯৬১ এবং এসি সিট শ্রেণির ভাড়া এক হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর কমিউটার ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২১০ টাকা।

বিভিন্ন গণমাধ্যম এ তালিকা প্রকাশ করেছে, তবে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের কনস্ট্রাকশন ম্যানেজার আব্দুল জব্বার মিলন জানিয়েছেন এখনো তাদের কাছে এ সংকান্ত নথি আসেনি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page